বিশেষ প্রতিবেদক //
মাতৃভাষার গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস।
শুক্রবার, ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
প্রফেসর ইউনুস বলেন, মানুষের পরিচয়ের মূলেই মাতৃভাষা রয়েছে। সকলকে নিজের মাতৃভাষার গুরুত্ব বুঝতে হবে, অন্যথায় থ্রি জিরো তত্ত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।
তিনি আরও বলেন, কাউকে পেছনে রেখে উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই সত্যিকারের টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করা সম্ভব।
উল্লেখ্য, ইউনেস্কোর এই আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং মাতৃভাষার সংরক্ষণ ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.