• ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে রহস্যজনক ডাকাতি, ৬৬ লক্ষ টাকা লুট

admin
প্রকাশিত ২২ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৬:২৩:২৪
মৌলভীবাজারে রহস্যজনক ডাকাতি, ৬৬ লক্ষ টাকা লুট

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোর ডাকাতির ঘটনা ঘটেছে। কোম্পানির সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ডিপোতে রক্ষিত ৬৬ লক্ষ টাকা লুটে নেয়। ডাকাতি শেষ করে পালানোর সময় ডিপোতে থাকা সিসি ক্যামেরার হার্ডডিস্ক খোলে নেয় ডাকাতরা। এ ঘটনা পুলিশ বলছে রহস্যজনক।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।

বেক্সিমকো কোম্পানির ডেপুটি ম্যানেজারের রেজা মিয়া দ্য ডেইলিমর্নিংসান’কে জানান, রাতে ডিপোর সেটে আমাদের ৭ জন কর্মচারী কাজ করছিল । হঠাৎ রাত অনুমানিক ৩টার দিকে ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাইরে থাকা দারোয়ান সহ ১৩ জনকে জিম্মি করে ফেলে। পরে ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় তার ঘরের দরজা ভেঙ্গে তাদেরকে আমার রুমে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হুসেন বলেন তিনজন লোক এত মানুষকে জিম্মি করে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে এটা আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মতামত জানান।