ঢাকা //
শেখ হাসিনার পতনের পর এক বড় সুযোগ তৈরি হয়েছে, বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলতেন। তার স্বপ্ন ছিল গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। তার সেই স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পূর্ণতা পেয়েছে ছাত্রজনতার আন্দোলনে। হাসিনার পতনের পর এখন দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিবাদ পালিয়ে গেছে, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা থেকে সরানো হয়েছে।
আজ, আমরা একটি নতুন আশার আলো দেখতে পাচ্ছি, যা আবার নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.