• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

admin
প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ২০:১৬:২৯
জৈন্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ‍দুইটার দিকে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের আলী আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২২) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো. তোফায়েল (২৪)।

আহত অবস্থায় উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদের ছেলে সাব্বির আহমেদকে (৩০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে দুই বন্ধুসহ তিনজন জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে সদরে যাচ্ছিলেন। কাটাগাং নামক স্থানে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থেলেই মারা যান দুই বন্ধু। ওই সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হওয়ার ধারণা করছেন স্থানীয়রা। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত স্থান ত্যাগ করে। পরে হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান দ্যা ডেইলিমর্নিংসানকে জানান, ঘটনাস্থলে দুই আরোহী মারা যান। ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে নাকি তারা সংঘর্ষের পর ছিটকে পড়ে মারা যান সে বিষয়টি তদন্ত করা হবে। অজ্ঞাতনামা আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

মতামত জানান।