সুনামগঞ্জ (দোয়ারাবাজার) প্রতিনিধি //
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পল্লী এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রাম পল্লী এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন- চেঙ্গাইয়া গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে সরকুম আলী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বৃদ্ধ সরকুম আলী নিজ শয়নকক্ষে ঘুমিয়েছিলেন। পরদিন ভোরে পার্শ্ববর্তী খড়ের ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচানো বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল রির্পোট তৈরীর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তাৎক্ষণিখ ভাবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি।
এবিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসানকে নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। তিনি বলেন এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.