• ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ফ্রি কম্পিউটার এন্ড আইটি প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন

admin
প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ২০:২৪:২৭
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ফ্রি কম্পিউটার এন্ড আইটি প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ফ্রি কম্পিউটার এন্ড আইটি প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স হলরুমে ফ্রি কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ সেন্টারে শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আব্দুর রকিব রাজু।

মুছাব্বির আলী মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসি বোর্ডের সদস্য আজিজুল হক কায়েস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর প্রতীক ফুরকান উদ্দিন, হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য জালাল আহমেদ জিপু, ইসি বোর্ড সদস্য শেখ আব্দুর নুর, সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, সংগটনের প্রতিষ্টাতা সদস্য প্রতাপ গোয়ালা ও ফয়ছল আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং সেন্টার পরিচালক কাজী কামরুল বক্স (বাবুল) ও হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য ট্রেনিং কোর্স সমন্বয়ক মোবারক হোসেন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, সাংবাদিক সৈয়দ আবু জাফর সালাউদ্দীন, সংগঠনের সদস্য আব্দুর রহমান পাশা ও সাংবাদিক আব্দুস শুকুর প্রমুখ।

মতামত ব্যক্ত করুন।