• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থান হচ্ছে: নুর

admin
প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১৯:২৬:৫৪
গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থান হচ্ছে: নুর

ঢাকা //


বর্তমান সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য দেশী-বিদেশী বিভিন্ন ধরনের এজেন্সিও নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে- বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার সহ বিভিন্ন জোনের ডিসিদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

নুর বলেন, “বর্তমান সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশী-বিদেশী বিভিন্ন ধরনের এজেন্সি নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে। সেক্ষেত্রে পুলিশ যদি তার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে, বিশেষ করে ডিএমপি কে দিয়ে গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্ণয় করা সম্ভব। সেক্ষেত্রে ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা হবে সেটা তো বোঝাই যায়।”

তিনি আরও বলেন, “আমি মনে করি যে আন্তর্জাতিক চক্র বা গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় যে বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থান হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ডিএমপি কমিশনার সহ এখানে বিভিন্ন জোনের ডিসি সাহেবরা ছিল, তাদেরকেও আমরা বলেছি যে এই বিদেশী তৎপরতা যেন সঠিক প্রমাণ না হয় সেজন্য তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “আমরা সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটছে- মোহাম্মদপুরের একটি ঘটনা, গতকালকে বনশ্রীর ঘটনাসহ আরও বেশ কিছু ঘটনা আমরা তাদের দৃষ্টিতে এনেছি যেন এগুলো প্রতিকার করার জন্য, বিশেষ করে ডিএমপি সক্রিয় ভূমিকা পালন করে।”

মতামত ব্যক্ত করুন।