আন্তর্জাতিক ডেস্ক //
ইসরাইল-ফিলিস্তিনি সংঘাত অবসানের দ্বি-রাষ্ট্র সমাধান ছাড়া আর কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস।
ইইউ-ইসরাইল অ্যাসোসিয়েশন কাউন্সিলের বৈঠকের পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর ডেইলি সাবাহর।
কাজা ক্যালাস বলেন, ‘আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজায় তাদের প্রত্যাবর্তনকে সমর্থন করি। আমরা প্রতিটি বাস্তুচ্যুত ফিলিস্তিনি যাদের গাজা আবাসস্থল, তাদের প্রত্যাবর্তনকে সমর্থন করি। ’
তিনি বলেন, ‘যখন সময় আসবে, তখন ইইউ আঞ্চলিক পক্ষগুলোর সঙ্গে গাজার পুনর্গঠনকেও সমর্থন করবে। ফিলিস্তিনিদের অবশ্যই গাজায় থাকতে দিতে হবে। ’
ইউরোপীয় ইউনিয়ন সোমবার ব্রাসেলসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে পশ্চিম তীরে অভিযান এবং গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করেছে।
ক্যালাস বলেন, ‘আমরা ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, এবং পশ্চিম তীর নিয়েও আমাদের উদ্বেগ গোপন করতে পারছি না। ’
২০২২ সালে ইইউ ও ইসরাইলের মধ্যে হওয়া একটি অ্যাসোসিয়েশন চুক্তির কাঠামোর অধীনে এই প্রথম উভয় পক্ষের মধ্যে কোনও বৈঠক হলো। পশ্চিম তীরে বসতি স্থাপনের বিষয়ে ইইউর সমালোচনার কারণে এক দশক ধরে এই ধরনের আলোচনা স্থগিত রেখেছিল ইসরাইল।
স্পেন এবং আয়ারল্যান্ড গত বছর গাজায় সংঘটিত অপরাধের কারণে ইসরাইলের সঙ্গে তাদের অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার জন্য ব্লককে আহ্বান জানিয়েছিল। কিন্তু ইইউর অন্যান্য ইসরাইলপন্থি দেশগুলো এ পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়।
বৈঠকের বিষয়ে ইসরাইলি মন্ত্রী গিডিয়ন সার বলেন, ‘আমি সকল সদস্য রাষ্ট্রের অবস্থান শুনেছি, তাদের অবস্থান ও তাদের উদ্বেগের প্রতিক্রিয়া জানিয়েছি এবং ইসরাইলের অবস্থান তুলে ধরেছি। ’
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.