• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কোনো সরকার চাইলেও ইন্টারনেট বন্ধ করতে পারবে না: প্রেস সচিব

admin
প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৫:২৫:৩৯
কোনো সরকার চাইলেও ইন্টারনেট বন্ধ করতে পারবে না: প্রেস সচিব

বিশেষ প্রতিবেদক //


অন্তবর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, কোনো সরকার চাইলেও সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করতে পারবে না আর।

স্ট্যাটাসে তিনি বলেন, ইলন মাস্কের স্টারলিং কে আমন্ত্রণ জানানোর মূল কারণ হচ্ছে; কোনো সরকার চাইলেও সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করতে পারবে না। গত ১৬ বছরে সরকার বহুবার ইন্টারনেট সেবা বন্ধ বা সীমিত করেছে, যা বিশেষ করে বিক্ষোভ দমন ও বিরোধী দল দমনের কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের লক্ষাধিক ফ্রিল্যান্সার, কল সেন্টার ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (BPO) খাতের কর্মীরা। ইন্টারনেট বন্ধের ফলে অনেক ফ্রিল্যান্সার তাদের চুক্তি ও কাজ হারিয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে চাকরির সুযোগও হারিয়েছেন।

দেশের প্রযুক্তি খাত ও স্বাধীন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। স্টারলিংক বাংলাদেশে আসার পর, স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেট সেবা দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও নিরাপদ করবে।

মতামত ব্যক্ত করুন।