ঢাকা //
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় দুর্নীতি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এনার্জি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য বড় কোম্পানির সঙ্গে আলোচনা চলছে এবং গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।”
বৈদেশিক বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের দক্ষতা না বাড়ালে বিনিয়োগ আসবে না। এজন্য উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।”
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিগত সরকার অপচয় করেছে, ব্যাংকের টাকা চুরি হয়েছে, বাজেটের বড় অংশ ঋণ পরিশোধে যাচ্ছে। তবে গত ছয় মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, যা একটি বিস্ময়কর অর্জন।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.