• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

admin
প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ২৩:৪৮:২০
দক্ষিণ সুরমায় ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সিলেট প্রতিনিধি //


সিলেটের দক্ষিণ সুরমায় ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন আরও ৪ জন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার অতিরবাড়ি নামকস্থানে।

নিহ ব্যক্তি হলেন- বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবড়া এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে ইসহাক আলী (৪৬)। তবে আহত অন্য ব্যাক্তিদের নাম জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, অতিরবাড়ি এলাকায় সিলেটগামী একটি পিকআপ ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানকে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইসহাক আলীসহ পাঁচজন আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষণা করেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান। তিনি বলেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

মতামত জানান।