
ক্রীড়া ডেস্ক //
রাওয়ালপিন্ডির মতো বৃহস্পতিবার লাহোরেও বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচ শুরুর আগ পর্যন্ত আর বৃষ্টি হয়নি। যে কারণে মাঠ খেলার উপযোগীই আছে। নির্ধারিত সময়ে টস সম্পন্ন হয়েছে। আফগানিস্তান এই ম্যাচেও টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে আফগানরা ঐতিহাসিক জয়ের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করে বড় সংগ্রহ তুলেছিল। ম্যাচটি আফগানিস্তানের জন্য বাঁচা মরার লড়াই। অজিদের হারাতে পারলে শেষ চারে চলে যাবে তারা। হারলে বিদায় নিতে হবে আসর থেকে।
মতামত ব্যক্ত করুন।