• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পিলখানা হত্যাযজ্ঞের অপূরণীয় ক্ষতির দায়দায়িত্ব কারা নিবে?

admin
প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ ১৩:১৭:০৬
পিলখানা হত্যাযজ্ঞের অপূরণীয় ক্ষতির দায়দায়িত্ব কারা নিবে?

দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //


পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছে বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শো তে মন্তব্য করেছেন মেজর জিল্লুর (অব.)।

তিনি বলেন, ‘এত বড় হত্যাযজ্ঞের পরে হয়তো অর্থ দিয়ে অফিসার নিয়োগ করে ট্রেনিং করা যাবে অল্প সময়ের জন্য। তবে তা লো লেভেল পর্যন্ত। কিন্তু হায়ার লেভেল, মিড লেভেল, জুনিয়র লেভেলে নিয়োগ দিয়ে ট্রেনিং করানোর সময় কোথায় পাবেন? এই অপূরণীয় ক্ষতির দায়দায়িত্ব কারা নিবে?’

সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ড অস্বীকার করার ঘটনার নিন্দা জানিয়ে মেজর জিল্লুর বলেন, ‘আসমানের ফেরেশতা এসে কি এতগুলো অফিসার হত্যা করে গেছে? ধরে নিলাম সেদিন ২০ হাজার বা ৩০ হাজার সৈনিক ছিলো। তার ভেতরে দুই হাজার বা এক হাজার সরেজমিনে অপারেশন করেছে। তবে জানতো এদের আগা মাথা সবাই। তাহলে এরা কিভাবে বলে যে আমাদের উপর অন্যায় করা হয়েছে?’

মতামত ব্যক্ত করুন।