• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেজরটিলায় ওয়েষ্ট ভাটপাড়া হোপ এন্ড হেল্প ফাউন্ডেশনের উদ্দ্যেগে গরীব দুঃখী মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ ০০:৫৩:৫৬
মেজরটিলায় ওয়েষ্ট ভাটপাড়া হোপ এন্ড হেল্প ফাউন্ডেশনের উদ্দ্যেগে গরীব দুঃখী মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার, সিলেট //


পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে সিলেট মহানগরীর ইসলামপুর মেজরটিলা এলাকার সেবামুলক প্রতিষ্ঠান West Vatpara Hope & Help Foundation এর উদ্দ্যেগে সমাজের গরীব দুঃখী মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬০টি পরিবারকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মেজরটিলার পশ্চিম ভাটপাড়া এলাকায় বেশ কয়েকজন প্রবাসীর অর্থায়নে দেওয়ান মারওয়ানের নেতৃত্বে সংগঠনের সদস্যদের নিয়ে এই উপহার ত্রাণ সামগ্রী অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

প্রবাসীরা হলেন- সেবামুলক প্রতিষ্ঠান West Vatpara Hope & Help Foundation এর সিনিয়র সদস্য দেওয়ান রাহাদ, জসিম শেখ, তাহলিল আহমদ, ইদন আহমদ ও সংগঠনের প্রতিষ্ঠাতা নাহিদ আহমদ, এমাদ চৌধুরী, জাবের আহমদ, তোফায়েল আহমদ, শাহাবুদ্দিন শেখ, মামুন হোসেন, আহবাব আহমদ, নাহিদ ইসলাম, তৌফিক আহমদ, নোরান আহমদ ও আসিফ আহমদ প্রমূখ।

উল্লেখ্য থাকে যে, দীর্ঘ দিন ধরে West Vatpara Hope & Help Foundation সমাজের বিভিন্ন উন্নয়নমুলক ও জনসচেতনতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তারা তরুণ যুব সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। এছাড়া সংগঠনটি গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করছে।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।