সিলেট প্রতিনিধি //
সিলেট নগরী থেকে ৮ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত ৪৮ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ ।
আটককৃতরা হলো- কুমিল্লা জেলার লাকসাম থানার হাটিরপাড়ের মহরম আলীর ছেলে রুমেল হোসেন (২১), সিলেটের বরইকান্দির কুটি মিয়ার ছেলে পারভেজ আহমদ পাবেল (২২), ছাতক উপজেলার ছাতারপাই গ্রামের মকদ্দছ আলীর ছেলে শরীফ (২৭), মোগলাবাজার থানার হাসামপুর পশ্চিমপাড়ার সিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান (২৪), জালালাবাদ থানার টুকেরবাজার ডাইয়ারপাড়ের নুর মিয়ার ছেলে আক্তার হোসেন (২৯), শাহপরান থানার বালুচরের কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩৫), কোতোয়ালি থানার ঘাসিটুলা খেওয়াঘাটের মোশাররফ হোসেনের ছেলে মো. মামুন (২০), কুমিল্লার লাকসাম থানার আমদুয়ার কাজিবাড়ীর আবুল হাসেমের ছেলে নাছির উদ্দিন (২৫)।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.