• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

প্রশাসনকে দলীয় বিবেচনায় কাজ না করার জন্য নির্দেশনা দিয়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
প্রকাশিত ০১ মার্চ, শনিবার, ২০২৫ ১৯:৩৮:০৬
প্রশাসনকে দলীয় বিবেচনায় কাজ না করার জন্য নির্দেশনা দিয়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি //


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একটি প্রশ্নের জবাবে বলেন, প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে দলীয় বিবেচনায় কাজ না করার জন্য আমি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি। কিন্তু আমি দেখছি কিছু কিছু লোক ক্ষমতায় আসার আগেই তেল দেওয়া শুরু করেছেন। এটি আমাদের একটি রোগ। এখনকার যে পরিবেশ, পরিস্থিতি তাদের জন্য কাজ করার সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু আমি কিছু লোক দেখছি, ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে এখনি তাদের তেল দেওয়া শুরু করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, উর্ধ্বতন থেকে ফোনের মাধ্যমে গ্রেফতার আটকানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত এসপিকে নির্দেশ করে বলেন, তাকে জিজ্ঞেস করেন এখন পর্যন্ত আমরা বলেছি কিনা একে ধরা যাবে না, তাকে ধরা যাবেনা। আসলে মন্ত্রণালয়ের যেই যাই করুক না কেন সব দোষ হয় উপদেষ্টার।

মতামত ব্যক্ত করুন।