• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

admin
প্রকাশিত ০১ মার্চ, শনিবার, ২০২৫ ২১:০৫:০৯
সিলেট রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি।
স্টাফ রির্পোটার, সিলেট //


সিলেট রেলওয়ে স্টেশন থেকে এক অজ্ঞাত যুবক (২৫)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

আজ শনিবার পহেলা মার্চ বিকেল ৪টার দিকে রেলওয়ে স্টেশনের পাবলিক টয়লেট এর পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়রা শনিবার নিহতের লাশ পড়ে থাকতে দেখে খবর দেন রেলওয়ে থানা পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দ্য ডেইলিমর্নিংসান’কে এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে সদর থানার এসআই মোঃ মেহেদী হাসান খান। তিনি বলেন নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্ত রির্পোট হাতে আসলে মৃত্যুর কারন জানা যাবে। এসময় তিনি লাশের পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা করেন। কেউ পরিচয় শনাক্ত করলে তার মুঠোফোন নং- (০১৭৪১-০৪৭৭৯৬) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।

মতামত জানান।