• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সীমান্তে হত্যা নিয়ে বিজিবি প্রধানের জোরালো প্রতিবাদ

admin
প্রকাশিত ০১ মার্চ, শনিবার, ২০২৫ ১৯:২৫:১৬
সীমান্তে হত্যা নিয়ে বিজিবি প্রধানের জোরালো প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি //


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে হত্যার বিষয়ে কাজ করা আমাদের প্রায়োরিটি ওয়ান। গতকাল থেকে আজ পর্যন্ত যেখানে হত্যাকাণ্ডটি হয়েছে সেখান থেকে শুরু করে প্রতিটি জায়গায় বিএসএফকে আমরা জোরালো এবং শক্ত প্রতিবাদ জানিয়েছি। তিনি বলেন, হত্যা কোন সমাধান নয়। এটি কোনভাবেই মানা যায় না। যাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ এসেছে, তাদের সাথে যদি এমন আচরণ করা হয় তাহলে ভারত থেকে যারা অনুপ্রবেশ করবে তাদের সাথে কতটুকু ভালো আচরণ করা সম্ভব হবে?

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমীন পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২০৪৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন আল-আমীন। বিএসএফ সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

মতামত জানান।