
বিনোদন ডেস্ক //
মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়ায় প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে বলে মন্তব্য করেছেন,ছোটপর্দার আলোচিত-সমালোচিত জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে রূপসজ্জাবিষয়ক প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন প্রভা।সবকিছু নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রভা। সেখানে ছিল তার সাবেক ও বর্তমান প্রেমের সম্পর্কের আলোচনাও।
সাক্ষাৎকারে প্রভা বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়ায় প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে।প্রভা জানান, মনোজের সঙ্গে প্রেমের সম্পর্ক চাউর হওয়ার কারণে তাদের দুজনের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায়।
আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল উল্লেখ করে প্রভা আরো বলেন, কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোরগলায় অস্বীকার করেছি, সেগুলো গুজবই ছিল।
অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে। তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন আর একসঙ্গে থাকা হয়নি।এ সময় নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রভা। প্রথম প্রেমিকের সঙ্গে তার এতো বাজে অভিজ্ঞতা যে তাকে প্রাক্তন বলতেও নারাজ তিনি।
আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না উল্লেখ করে প্রভা আরো বলেন, আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ, প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এত গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.