মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
পবিত্র মাহে রমজান মাসে ভোগ্যপন্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্য রাখতে ও সিন্ডিকেট করে পন্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে জৈন্তাপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে মনিটরিং করতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা।
এ সময় তিনি দরবস্ত বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্যের দোকান পরিদর্শন করেন। এ সময় দোকানে কোন মেয়াদোত্তীর্ণ পন্য, ক্রয়মূল্যের রিসিট, বিক্রয়মূল্যের তালিকা প্রদর্শন বিবিধ বিষয়ে মনিটরিং করেন।
পরে দরবস্ত বাজারে বিভিন্ন কাঁচাপন্য ও শাক সবজীর দোকানে তিনি মনিটরিং করেন। মনিটরিং চলাকালীন দুইটি মুদি ও দুইটি কাঁচাপন্যের দোকানে অনিয়ম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বাজার মনিটরিং এ উপজেলা প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিম উপস্থিত ছিলো।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে ইতিমধ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়ে। এখন থেকে উপজেলার প্রতিটি বাজারে প্রশাসনে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে। আজ চারটা প্রতিষ্ঠানে জরিমানা আদায়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। ক্রেতা সাধারণকে জিম্মি করে কোন পন্য সামগ্রির কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.