
সিলেট প্রতিনিধি //
সিলেট মহানগরের তালতলায় এলাকায় মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে তালতলায় নন্দিতা সিনেমা হল সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা। আটককৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রুজুকৃত বিভিন্ন নাশকতা মামলার আসামি। এছাড়া ঝন্টু আরেকটি অপহরণ মামলার আসামি।
আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা সতীশ চন্দ্র নাথ জন্টু (৫০), নগরীর মির্জা জাঙ্গাল মনিপুর রাজবাড়ি এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী সুমন কুমার (৫৩) ও জালালাবাদ আবাসিক এলাকার আওয়ামী লীগ কর্মী মো. আবুল হোসেন (৫১)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তালতলার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রাম দা সহ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।