• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্টিত

admin
প্রকাশিত ১০ মার্চ, সোমবার, ২০২৫ ১৪:৪৩:২৩
মৌলভীবাজারে আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্টিত

মৌলভীবাজার, স্টাফ রির্পোটার //


মৌলভীবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইসরাইল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা সভায় বাজার নিয়ন্ত্রণ ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানগুলোতে অভিযান শহরে যানজট মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ের আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় জেলা পুলিশ সুপারকে এম জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা), মৌলভীবাজার সদর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান, কুলাউড়া, জুড়ি ও বড়ালেখা উপজেলার দায়িত্বরত মেজর তুনজিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ জেলার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত জানান।