• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জুলাই গণ-অভ্যুত্থানের অশনাক্তকৃত শহিদদের ডিএনএ পরিচয় জানাতে সিআইডির বিজ্ঞপ্তি

admin
প্রকাশিত ১০ মার্চ, সোমবার, ২০২৫ ১৫:০৯:৫৯
জুলাই গণ-অভ্যুত্থানের অশনাক্তকৃত শহিদদের ডিএনএ পরিচয় জানাতে সিআইডির বিজ্ঞপ্তি

দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //


জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ এর শহীদগণের মধ্যে কিছু অসনাক্তকৃত শহীদগণের ডিএনএ প্রোফাইল সিআইডি, ঢাকায় সংরক্ষিত রয়েছে। আপনি যদি কোন শহীদের পরিচয় জানতে চান তাহলে শহীদের নিকটতম আত্মীয় স্বজনকে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া গেল। [ডিআইজি (ফরেনসিক) সিআইডি, ঢাকা]।

যোগাযোগের ঠিকানা: ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দপ্তর, মালিবাগ, ঢাকা।

মোবাইল নং: ০১৩২০-০১০৫৭২