
মাগুরা প্রতিনিধি //
চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামিপক্ষকে আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। বোনের বাড়িতে শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে জেলা আইনজীবী সমিতি আয়োজিত মানববন্ধনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সোমবার (১০ মার্চ) সকালে মাগুরা জেলা জজ আদালতের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, অ্যাডভোকেট ফারহানা খানম বিউটিসহ আরও অনেকে।
এতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, মাগুরার ন্যাক্কারজনক ধর্ষণ মামলায় আসামি পক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দিতে জেলা আইনজীবী সমিতির কার্যকরী সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নির্যাতনের শিকার শিশুটির পরিবারকে আশ্বস্ত করেছি যত দ্রুত মামলাটির বিচারকার্য সম্পন্ন করা যায় সে বিষয়ে সচেষ্ট থাকব। এছাড়া অভিযুক্তদের যেনো সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) দেওয়া হয় সেই দাবি করছি।
মতামত ব্যক্ত করুন।