বিনোদন ডেস্ক //
২০২০ সালে সুপারবোলে প্রথমবার একসঙ্গে দেখা যায় লেডি গাগা ও মাইকেল পোলান্সকিকে। নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই লুকোছাপা করেছেন তারা। যদিও মাঝেমধ্যে পোলান্সকির নাম উল্লেখ না করে তাকে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন গাগা। সম্প্রতি পোলান্সকিকে ‘বাগদত্তা’ হিসেবে পরিচয়ও করিয়ে দিয়েছেন।
এরপর থেকেই পোলান্সকির প্রশংসা করে চলেছেন গাগা। পিপল রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাগদত্তার ভূয়সী প্রশংসা করেছেন, ‘মাইকেলের সঙ্গে দেখা হওয়ার পর, আমার আর যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের মধ্যে মাইকেল সবচেয়ে দয়ালু ও ভালো মনের মানুষ। মাইকেল খুবই ইমপ্রেসিভ। তবে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি পছন্দ করেছি তা হলো, তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি জানি, মাইকেল আমার প্রকৃত বন্ধু।’
২০২১ সালে ইনস্টাগ্রামে এই মার্কিন গায়িকা লিখেছিলেন, ‘জন্মদিনে যখন আপনার প্রেমিক রোমের সব ফুল পাঠিয়ে দেয়।’ একইবছর হলিউড রিপোর্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে সরাসরি পোলান্সকির নাম উল্লেখ না করে গাগা বলেছিলেন, ‘আমার কুকুরগুলো এবং যে মানুষটাকে আমি ভালোবাসি, তারাই আমার পুরো জীবন।’
২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সেই সংগীত জগতে যাত্রা শুরু লেডি গাগার। এ পর্যন্ত প্রকাশিত তিনটি অ্যালবামই লেডি গাগাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। ২০০৮ সালে গাগার প্রথম অ্যালবাম দ্য ফেম বাজারে আসে। পরের বছর আসে তার দ্বিতীয় অ্যালবাম দ্য ফেমমন স্টার। সর্বশেষ ২০১১ সালে মুক্তি পায় গাগার তৃতীয় অ্যালবাম বর্ন দিস ওয়ে। অ্যালবাম বিক্রির নতুন নতুন রেকর্ড যেমন করেছেন লেডি গাগা, তেমনি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারেও জনপ্রিয়তার দিক থেকে রয়েছেন হলিউড তারকাদের মধ্যে শীর্ষে। গানের পাশাপাশি তিনি একাধিক ছবিতেও অভিনয় করেছেন।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.