• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৫ মার্চ, শনিবার, ২০২৫ ২২:২৯:১৯
বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণের অভিযোগে রাজেন রায়কে আটক হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার জানান, ১৩ মার্চ নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে একটি সংবাদ পাই। তার ভিত্তিতে আজ অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন পিপিএম জানান, ‘নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

মতামত ব্যক্ত করুন।