কানাইঘাট (সিলেট) প্রতিনিধি //
সিলেটের কানাইঘাটে শিশুদের ঝগড়া নিয়ে সংর্ঘষে প্রাণ হারিয়েছেন রশিদ আহমদ নামের এক কাতার প্রবাসী। আজ সোমবার ভোররাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়েনে খালোপাড় গ্রামে এ ঘটনা ঘটে। রশিদ ঐ গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদ আহমদ ও প্রতিবেশী মৃত অহি হোসেনের ছেলে রাজু আহমেদ (২২) ও সাজু আহমেদের (১৮) মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোমবার ভোর চারটার দিকে তিনি ঐ বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কি হয়। এরমধ্যে রশিদের শরীরে চুরির আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামালা দায়ের হয়নি। কেউ আটকও নয়। তবে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.