মৌলভীবাজার, স্টাফ রির্পোটার //
দৈনিক রূপালী বাংলাদেশ মৌলভীবাজারের নিজেস্ব প্রতিবেদক মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মো: শাহজাহান মিয়ার উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।
মঙ্গলবার ১৮ মার্চ অনুমান রাত সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জামে মসজিদের ওজু খানার ভেতর ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হয়ে পাশের অজু খানায় যান। অজু খানার সবদিক লোহার গ্রীল দিয়ে আটকানো। শুধু পূর্বদিকে প্রবেশের গেইট রয়েছে। অজু খানায় প্রবেশের পর উৎপেতে থাকা ৮-১০ জন কিশোর ও যুবক তার পেছন দিয়ে প্রবেশ করে। এসময় মুঠোফোনে থাকা ছবি দেখে দুর্বৃত্তরা সাংবাদিক শাহজাহানের উপর হামলা চালায়। শাহজাহানের চিৎকারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে পাশে থাকা হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলাকারীদের প্রত্যেকের মুখে মাস্ক পড়া ছিল। তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলিমর্নিংসান'কে জানান আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখেছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.