• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে চা বাগান ও হাওড় এলাকার শিক্ষকদের ৫দিনের প্রশিক্ষণ শুরু

admin
প্রকাশিত ১৯ মার্চ, বুধবার, ২০২৫ ২০:১৫:০৫
শ্রীমঙ্গলে চা বাগান ও হাওড় এলাকার শিক্ষকদের ৫দিনের প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বিভিন্ন চা বাগান ও হাওরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৫দিনের প্রশিক্ষণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।

শিক্ষার্থীদের কার্যকর শিখন পদ্ধতি, শিক্ষা উপকরণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণে ১০টি বিদ্যালয়ের ৩১জন শিক্ষক অংশ গ্রহণ করেছেন।

রোববার (১৬ মার্চ) শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী সড়কস্থ একটি হোটেলের হলরুমে এ প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ এর আয়োজনে ও চাইল্ড এইড নেটওয়ার্ক জার্মানী এর অর্থায়নে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার আশিক ইকবাল চৌধুরী ও ট্রেইনার জসিম মোস্তাক।

জানা যায়, প্রশিক্ষণে শিক্ষকদের কিভাবে শিক্ষার্থীদের আনন্দময় ও কর্মকেন্দ্রীক শিখন শেখানো পদ্ধতি ও কৌশল পাঠদান করা যায় সে বিষয়ে দৃঢ় করে তোলা হবে। এছাড়া শিক্ষকদের বিদ্যালয়ে পাঠদানে শিখন শেখানো পদ্ধতির দূর্বলতা চিহ্নিতকরণ, শিক্ষকদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, শিশুর বিকাশের ক্ষেত্রসমূহ, বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পরিবেশ, শিশুর আচরণ ও বৈশিষ্ট্য, শিক্ষার সুশাসন নিশ্চিতকরণ ও মূল্যায়ন ইত্যাদি নানাবিধ বিষয়ের ওপর ৫দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

মতামত ব্যক্ত করুন।