জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেট সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য চিনি, মাল্টা, কিসমিস, বাসমতি চালসহ কসমেটিক জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুর ১১ টায় পৃথক দুটি অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর ও গোয়াইনঘাট উপজেলার হাদ গ্রাম এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম ৫নং ফতেহপুর ইউনিয়নের লামাশ্যমপুর ও গোয়াইনঘাটের হাদ গ্রাম এলাকায় অভিযান চালায়।
অভিযানে কয়েকটি গোডাউন হতে ৫১০ কেজি ভারতীয় কিসমিস, ২৭ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি, ১৯৫ কেজি মালটা, ৩ হাজার ৬ শত ৪৮ পিস বিদেশি ফেসওয়াশ ও ৫ হাজার ৩ শত ৭০ কেজি ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়। এসময় অভিযান টের পেয়ে চোরাকারবারি পণ্যের মালিকরা পালিয়ে যায়।
অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি টিম লামা শ্যামপুর এলাকায় অভিযানে অংশ নেয়।
আটক হওয়া পণ্য সমুহের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ টাকার অধিক বলে জানা গেছে।
উদ্ধার হওয়া পন্যের মধ্যে ২ হাজার কেজি চিনি গোয়াইনঘাট থানায় ও ৫ হাজার তিনশত কেজী বাসমতি চাল ও প্রায় ৩ হাজার কেজি চিনি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও উদ্ধারকৃত বাকি পণ্য সামগ্রী সিলেট ব্যাটালিন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন ছিল।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.