আন্তর্জাতিক ডেস্ক //
গাজার ওপর ইসরাইলের ‘ভয়াবহ‘ বোমা হামলা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী (তাওইসিয়াচ) মাইকেল মার্টিন। তিনি ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘গাজায় চলমান হত্যাযজ্ঞ ও গণহত্যা বন্ধ করার জন্য আমাদের বলতে হবে—এখনই থামো‘।
মাইকেল মার্টিন বলেন, ‘গাজায় গত ৪৮ ঘণ্টায় চালানো হামলাগুলোতে বহু নিরীহ মানুষ নিহত হয়েছে। আর ইসরাইলি নেতাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, তারা গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘সমষ্টিগত শাস্তি’ চাপিয়ে দিচ্ছে’।
বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিল বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইরিশ প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এটি অত্যন্ত ভয়াবহ। এটি বন্ধ হওয়া দরকার। ইউরোপকে এই হত্যাযজ্ঞ ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে’।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিযোগিতামূলক বাজার এবং প্রতিরক্ষা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসেছেন।
এ সময় মাইকেল মার্টিন আরও বলেন, গাজার সব বন্দিদের মুক্তি দিতে হবে এবং যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে খুব দ্রুত অগ্রসর হতে হবে।
তিনি বলেন, ‘গত ১৯ জানুয়ারির যুদ্ধবিরতির পর বহু মানুষ তাদের বাড়িঘরে ফিরে গিয়েছিল এই আশায় যে, তারা শান্তি ও স্বস্তি ফিরে পাবে। কিন্তু নির্বিচারে চালানো বোমা হামলা সেই আশাকে ধ্বংস করে দিয়েছে’।
দখলদার ও বর্বর ইসরাইল গত মঙ্গলবার থেকে গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে। যাতে ৭১০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও ৯০০ জনের বেশি আহত হয়েছে। যা গত ১৯ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।
এদিকে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি সামরিক অভিযানে ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ১১২,০০০-এর বেশি। সূত্র: আনাদোলু
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.