• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দরপত্র সিন্ডিকেট ভাঙতে শতভাগ অনলাইন টেন্ডারের সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

admin
প্রকাশিত ২০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ২০:১৬:৩১
দরপত্র সিন্ডিকেট ভাঙতে শতভাগ অনলাইন টেন্ডারের সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

ঢাকা //


সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং দরপত্র সিন্ডিকেট ভাঙতে শতভাগ অনলাইন টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন, পরিত্যক্ত বাড়ির নামজারি প্রক্রিয়া সহজ করা এবং ঈদের ছুটি বাড়ানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের সভায়।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সভায় নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী অনুমোদন করা হয়। সরকারি ক্রয় প্রক্রিয়ায় প্রতিযোগিতা নিশ্চিত করতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে, প্রাক্কলিত মূল্যের ১০ শতাংশের কম দরপ্রস্তাব বাতিলের বিধান তুলে দেওয়া হয়েছে।

এছাড়া, আগের কাজ মূল্যায়নের জন্য ব্যবহৃত পুরনো ম্যাট্রিক্স পরিবর্তন করে নতুন সক্ষমতার ম্যাট্রিক্স চালু করা হবে, যাতে একই প্রতিষ্ঠান বারবার কাজ না পায়। বর্তমানে ৬৫ শতাংশ সরকারি দরপত্র অনলাইনে হয়ে থাকলেও, এটিকে শতভাগে উন্নীত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সভায় পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তদের নিজ নামে নামজারি করার আইনি জটিলতা দূর করতে সংশোধনী আনার সিদ্ধান্তও গৃহীত হয়।

এ ছাড়া জনসাধারণের সুবিধার্থে আগামী ৩ এপ্রিল এক দিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে। পাশাপাশি, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সব জনগোষ্ঠীর সামাজিক দিবসে ঐচ্ছিক ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

মতামত ব্যক্ত করুন।