মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি //
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন।
গতকাল বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি (৪৫) বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে।
নিহতের ছেলে খায়রুল ইসলাম বলেন, বুধবার বিকেল পাঁচটার দিকে ধোপাঘাটপুর গ্রামে তাঁদের বাড়ির সামনের সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে তাঁর বাবা আব্দুল গণি ও তাঁর চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সাথে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তাঁর বাবা গণিকে ধারালো ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁর বাবা গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর বাবা গণিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.