• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

শিলং পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

admin
প্রকাশিত ২০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:৪৮:২৭
শিলং পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক //


এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল শিলং পৌঁছেছে। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ে ম্যাচ।

বাংলাদেশ দল আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ধরে। কলকাতায় কয়েক ঘণ্টার বিরতির পর বিকেল ৪টায় তারা শিলং বিমানবন্দরে পৌঁছে। এরপর দলের খেলোয়াড়রা টিম হোটেলের উদ্দেশ্যে রওনা হন।

বাংলাদেশ দলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি ছাড়াও দলে নতুন মুখ আছে আরও একটি। ফরোয়ার্ড আল আমিন হোসেন আছেন এই স্কোয়াডে।

এদিকে, বাংলাদেশ দলের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড এখনো ঠিক হয়নি। কোচ এখনো সিদ্ধান্ত না নেওয়ায় ২৪ জন খেলোয়াড়কে ভারত নিয়ে যাওয়া হয়েছে। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ের পর চূড়ান্ত স্কোয়াড ঠিক হবে এবং একজনকে বাদ দেওয়া হবে।

মতামত জানান।