• ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

admin
প্রকাশিত ২০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:৩৮:১০
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


শ্রীমঙ্গলের যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান মাসে ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) শ্রীমঙ্গল ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়মে এসব খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গল এর সভাপতি আব্দুর রকিব রাজু।

সংগঠনের সমন্বয়ক ফয়সল আহমেদের সভাপতিত্বে কর্মসূচির সমন্ময়ক মো. আব্দুল মজিদ ও আব্দুর রহমান খান পাশার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মসূচির সহযোগী সমন্বয়ক আব্দুল রব রুবেল এবং স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচির অন্যতম সমন্বয়ক মো. মোবারক হোসেন।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন জিপু, কর্মসূচির সমন্বয়ক উপদেষ্টা মোছাব্বির আলী মুন্না, মো. একরামুল কবীর, মছদ্দর আলী, প্রতাপ গোয়ালা ও কাজী কামরুল ইসলাম বাবুল ও নিয়াজউদ্দীন খোকন ও শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস নিজামী।

অনুষ্টানে ভার্চুয়ালি ভাবে যুক্ত হয়ে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু ও সংগঠনের প্রধান নির্বাহী এম এ হক কায়েস।

উল্লেখ্য, সংগঠনটি ৫ বছর ধরে সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অবদান রেখে আসছে। ইতিমধ্যে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, রিকশা বিতরণ, দরিদ্র পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ নানান সেবামূলক কাজ করেছে।

মতামত ব্যক্ত করুন।