• ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত ২১ মার্চ, শুক্রবার, ২০২৫ ২২:৩১:০৬
দিরাইয়ে মোটরসাইকেল আরোহী নিহত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি //


সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার মদনপুর-দিরাই সড়কের সুজানগর গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কান্দাহাটি গ্রামের ফয়জুর রহমানের ছেলে তফিকুর রহমান (২৭)।

জানা গেছে, শুক্রবার তিনটার দিকে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহির। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।