সিলেট, স্টাফ রির্পোটার //
সিলেটের মোগলাবাজারে চলতি ট্রেনের ছাদ থেকে চাকার নিচে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। তাৎক্ষণিখ ভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫/৩০ বছর হবে।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২১ মার্চ) দুপুর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার রয়েল সিটি সংলগ্ন এলাকায়।
জানা যায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেসের ছাদে ছিলেন ওই যুবক। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকার নিচে কাটা পড়েন তিনি।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে সিলেট পুলিশ ঘটানাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য যুবকের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.