• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে বালিপাড়া জামে মসজিদে শতাধিক মুসল্লিদের ইতিকাফ

admin
প্রকাশিত ২১ মার্চ, শুক্রবার, ২০২৫ ২১:৫৬:৪৩
জৈন্তাপুরে বালিপাড়া জামে মসজিদে শতাধিক মুসল্লিদের ইতিকাফ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া (৭নং ওয়ার্ড) বালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাহে রমজানের শেষ মাগফেরাতের দশদিন শতাধিক মুসল্লিরা ইতিকাফ করছেন । বিদায় নেয়ার পথে মহাপবিত্র রমজান মাস। এ সময়ে বিশ্বের মুসলিমরা আল্লাহর ইবাদতে রাত-দিন মশগুল। তারা বিগত ও বর্তমান জীবনের সব গুনাহ মাফ করিয়ে নেওয়ার আশায় মসজিদে মসজিদে প্রার্থনা করছেন।

গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুর রকিব মেম্বার বলেন, বালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেড়েছে অন্য বছরের তুলনায় বলা যায় বেশি। মসজিদে রাতদিন মানুষ ইবাদত করছেন। তবে রমজানের শেষ মাগফেরাতের দশদিন প্রতি বছরের ন্যায় এবছরও বালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফ করছেন ১০০ থেকে ২০০ মুসল্লি। ইতিকাফ পালনকারীদের জন্য ইফতার ও সেহরি খাবার ও স্বাস্থ্যসেবা-সহ বিভিন্ন সেবা দিচ্ছেন বালিপাড়া গ্রামের মহল্লাবাসী।

আরোও বলেন, প্রতি বছর রমজানে মাগফেরাতের শেষ দশদিন ইতিকাফের জন্য মরহুম হযরত আল্লামা মুফতি ইউসুফ (শ্যামপুরী) রহ. এর স্মৃতি বিজরীত এই বালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আগমন করেন বৃহত্তর সিলেটের জৈন্তাপুর-গোয়াইনঘাট, কানাইঘাট, সিলেট সদরসহ বিভিন্ন এলাকা থেকে মুফতি ইউসুফ রহ. এর মুরিদানরা ও স্থানীয় মুসল্লিরা।

দীর্ঘ ৫০ বছর এই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন মুফতি ইউসুফ রহ. সেই যুগ থেকে শতাধিক মুসল্লিরা এই মসজিদে এসে ইতিকাফ করতেন। এবং তাহার কাছে এসে মুরিদ হয়েছেন কয়েক হাজার মুসল্লিরা। তিনি মারা যাওয়ার পরও তাহার মুরিদরা এই মসজিদে ইতিকাফ করছেন। ইতিকাফ পালনকারীদের যেভাবে বালিপাড়া গ্রামবাসী অতিতেও সকল প্রকার সেবা প্রদান করেছেন এভাবে চিরকালও এই সেবা চলমান থাকবে।

শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয়, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জাগতিক কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিশেষ সময়ে ও বিশেষ নিয়মে আল্লাহর ইবাদতের নিয়তে নিজেকে আবদ্ধ রাখা।

রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। প্রতি বছর রমজানের শেষ দশকের ইতিকাফে অধিক সওয়াব লাভের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান আল্লাহর ঘর মসজিদে।

মতামত জানান।