শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বোমা হামলায় নিরীহ মুসলমানদের হত্যা ও ভারতে মুসলিমদের উপর হামলা মুসলমানদের বাড়ি-ঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা নামাজের পর শহরের কলেজ রোড থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে জাতিসংঘের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বোমা হামলা বন্ধ করার দাবি জানান। তাছাড়া ভারতের নাগপুরে উগ্রবাদী হিন্দুদের দ্বারা মুসলমানদের ওপর হামলা ও বাড়ী ঘরে অগ্নি সংযোগের প্রতিবাদ জানানো হয়। ভারত ও ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবি জানান বক্তরা।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা ছাত্র মজলিস এর সভাপতি নাঈম হাসান, খেলাফত ছাত্র মজলিস উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্র সেনা পৌর সভাপতি নাজমুল হোসেন, উপজেলা সভাপতি আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া নাজমুল ইসলাম ও খেলাফত যুব মজলিস এর দায়িত্বশীল মোজাহিদুল ইসলাম প্রমুখ।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.