আন্তর্জাতিক ডেস্ক //
সম্প্রতি তিন তিনটি আলোচিত ফোনালাপের ঘটনা ঘটেছে। যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফোনালাপ।
এরপরই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং এর কয়েকদিন আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গেও ফোনালাপ হয় ট্রাম্পের।
তবে পুতিন ছাড়া পরের দুজনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের বিষয়টি তেমন গুরুত্ব পায়নি বিশ্ব মিডিয়ায়। যা নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
তিনি জানিয়েছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ফোনালাপ ছিল ‘গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক’। তবে এটি গণমাধ্যমে যথেষ্ট গুরুত্ব পায়নি।
স্থানীয় সময় শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে উইটকফ বলেন, এই ফোনালাপ যুক্তরাষ্ট্র-তুরস্ক কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
তার ভাষায়, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প ও এরদোগানের মধ্যে অসাধারণ একটি আলোচনা হয়েছে। এটি সত্যিকার অর্থে রূপান্তরমূলক ছিল’।
তিনি অভিযোগ করে বলেন, গাজা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদি কারণে গণমাধ্যমে এই আলোচনা যথেষ্ট গুরুত্ব পায়নি।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার ট্রাম্প ও এরদোগানের ফোনালাপটি অনুষ্ঠিত হয়। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
এরদোগান এ সময় আশাবাদ ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং ফলপ্রসূ হবে।
উল্লেখ্য, গত নভেম্বরে ট্রাম্প পুনঃনির্বাচিত হওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তাকে অভিনন্দন জানান।
উইটকফ তার সাক্ষাৎকারে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আমি মনে করি, রাষ্ট্রদূত টম ব্যারাক অসাধারণ কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও এরদোগানের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এর ভালো ফলাফল আসবে’।
‘এই আলোচনার ফলে তুরস্কের জন্য অনেক ইতিবাচক খবর আসছে’ বলেও উল্লেখ করেন মার্কি নেই বিশেষ দূত।
কী আলোচনা হয়েছে, এখনো অস্পষ্ট
এদিকে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করেননি উইটকফ। এমনকি ট্রাম্পও এখনো প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন শিগগিরই প্রকাশ পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উইটকফ।
তার ভাষায়, ‘আমি মনে করি, আগামী কিছু দিনের মধ্যে এ বিষয়ে আরও প্রতিবেদন দেখতে পাবেন’। সূত্র: আনাদোলু
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.