
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের ওসমানীনগর উপজেলার ধানক্ষেত থেকে এক যুবকের রক্তাত্ব মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওসমানীনগর উপজেলার আইলাকান্দি গ্রামের বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক হলেন- উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামের মৃত- মফিজ মিয়ার ছেলে মাখন মিয়া (৩৫)। বর্তমানে সে তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামে বসবাস করে আসছিলো বলে জানা গেছে।
জানা গেছে, গত ২১ মার্চ রাত ১১ টার দিকে মাখন মিয়া বাড়ি হতে বের হলে তিনি আর নিজ বাড়িতে ফিরেননি। পরদিন সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে বাড়ির পাশে ধানক্ষেতে জুতা এবং রক্ত দেখে মামাতো ভাই ফটিক মিয়ার সন্দেহ হলে মাখন মিয়াকে খোঁজতে থাকেন। একপর্যায়ে ধানক্ষেতে মাখন মিয়ার রক্তাত্ব মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে সূরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানা হেফাজতে নিয়ে আসে ওসমানীনগর থানা পুলিশ।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে রোববার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
এবিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসান’কে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া।