ক্রীড়া ডেস্ক //
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে হার্ট অ্যাটাক হয়েছে তারকা ক্রিকেটার তামিম ইকবালের। এখন সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা চলছে। হার্টে ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে রিং পরানো হয়েছে।
সোমবার (২৪ মার্চ) এক বার্তায় তামিম ইকবালের সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া তামিমের শরীরের খবর নিতে বা তাকে দেখতে হাসপাতালে ভক্তদের ভিড় না করার অনুরোধ করেছে বিসিবি।
বিসিবি এক বার্তায় বলেছে, তামিমকে দ্রুত ও জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। বিসিবি এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিয়মিত তার খোঁজখবর নেওয়া হচ্ছে। বিসিবিও তামিমের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।
বিসিবি ভক্তদের অনুরোধ করে বার্তায় জানিয়েছে, ভক্ত ও দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ করা গেল। এতে হাসপাতালের পরিবেশ ব্যহত হতে পারে। যা তামিমের চিকিৎসায় ব্যঘাত ঘটাতে পারে। ভক্তদের তামিমের শরীরের পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।
বিসিবি ও তামিমের পরিবার তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.