• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

admin
প্রকাশিত ২৪ মার্চ, সোমবার, ২০২৫ ০১:১২:০৫
সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি //


সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

ঘটনাটি ঘটে রোববার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে ছাতকের মুক্তিরগাঁও নতুন ব্রিজ পয়েন্টে এলাকায়।

নিহতরা হলেন-কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের নোয়াব আলীর ছেলে সৌদি আরব প্রবাসী ও যুবদল নেতা মো. শাহিনুর ইসলাম (৩৪), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে হুমায়ুন রশিদ (৩২)।

অপর আহত ছাত্রদল নেতা আবিদ হুসাইন মিলন লম্বাহাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, রোববার তারা তিনজন মোটরসাইকেল যোগে বিএনপির একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে বন্ধ থাকা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে।

এর সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মুখলেছুর রহমান। তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মতামত ব্যক্ত করুন।