• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে মাখন হত্যাকান্ডের ঘটনায় আটক ২

admin
প্রকাশিত ২৫ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ০০:০৯:১৪
সিলেটে মাখন হত্যাকান্ডের ঘটনায় আটক ২

সিলেট প্রতিনিধি //


সিলেটের ওসমানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে মাখন মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার তাজপুর আইলাকান্দি গ্রামের আলা মিয়ার ছেলে আলমগীর আলী (৩০) ও একই গ্রামের মৃত আরিজ উল্লাহের ছেলে আজাদ মিয়া (৫৫)। আটকের সময় আলমগীর আলীর কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। আলমগীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।

জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে তারাবীর নামাজ শেষে ভিকটিম মাখন মিয়া ঘর হতে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি স্বজনরা। পরদিন দুপুরে মাখন মিয়ার লাশ তার বাড়ির পাশে বোরো ধানীয় জমিতে পাওয়া যায়।

মাখন মিয়ার বর্তমান ঠিকানা তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামে হলেও স্থায়ী ঠিকানা একই উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে।

এদিকে, লাশ উদ্ধারের পর ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে।

পুলিশ জানায়, রোববার দুপুরে আইলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে আলমগীর আলীকে আটক করা হয়। পরে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তার জবানবন্দীর প্রেক্ষিতে রোববার রাতে আইলাকান্দি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আজাদ মিয়াকে আটক করা হয়।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো.মোনায়েম মিয়া।

মতামত ব্যক্ত করুন।