জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুরে গত ২৬ মার্চ রাতে হরিপুর বাজারে অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে আনা মহিষ জব্দ শেষে সেনাবাহিনীর টহল গাড়ী ফেরার সময় গাড়ীতে চোরাকারবারিদের ঢিল ছুঁড়ে ভাংচুরের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- হরিপুর শিকারখাঁ গ্রামের আবুল হাসনাতের পুত্র মো হাবিবুর রহমান (৫৩) চান্দঘাট এলাকার জহির উদ্দিনের পুত্র মোহাম্মদ আলি (১৮), হেমু হাউদপাড়া গ্রামের ইদ্রিস আলির পুত্র কুতুব উদ্দিন (৫০), হরিপুর এলাকার ইব্রাহিম আলির পুত্র ইলিয়াস আলি (৫৩), লামা শ্যামপুর গ্রামের সোবানের ছেলে সোহেল আহমেদ (২৬)।
হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ঘটনার পর পর বিগত ২৭ মার্চ রাত সাড়ে ১২টার দিকে হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মোট ২৮ জন লোককে আটক করে। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেনা হেফাজতে থাকা ২৮ জন লোকের ভাষ্য ছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে সনাক্ত করা হয়। এসব তথ্য সংগ্রহ শেষে ২৯ মার্চ শনিবার জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
সেনা সূত্রে আরো জানানো হয়, যে ক্যাম্প হতে আটককৃত ২৮ জনের মধ্যে শুধুমাত্র ৫ জন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ার কারণে তাদেরকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও বাকি ২৩ জনকে মুচলেকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ভাবে, তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
এদিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্র জানিয়েছে হরিপুরে সেনাবাহিনীর গাড়ী ভাংচুরের ঘটনায় পাঁচজন আসামি সেনাবাহিনী কর্তৃক হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনায় ৭০ জনের নামোল্লেখ সহ অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২১/২০২৫। তিনি জানান আটককৃত পাঁচজনকে শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.