• ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

admin
প্রকাশিত ৩১ মার্চ, সোমবার, ২০২৫ ২১:৫৬:৪১
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি //


সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে ঈদের দিন বেড়াতে গিয়ে পানিতে ডুবে নয়ন মিয়া (১৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, মৃত নয়ন মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ঈদের দিন কয়েকজন বন্ধুদের সাথে সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে যান নয়ন মিয়া। তার সহপাটিসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তিনি স্রোতের টানে পানিতে তলিয়ে যান। পরে তার সঙ্গী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত ব্যক্ত করুন।