শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাবারের সন্ধ্যানে লোকালয়ে ছুটে আসা একের পর এক বন্যপ্রাণী উদ্ধার হচ্ছে। গকতাল রোববার একটি বিশাল অজগর সাপ লোকালয় থেকে উদ্ধারের পর আজ সোমবার (৩১ মার্চ) সকালে ৬টায় উপজেলার কালাপুর ইউনিয়নের ভাড়লুর গ্রামের কাজী ফার্মস থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকাল ৬টার দিকে কাজী ফার্মে একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খর দেন কতৃপক্ষ। তাৎক্ষনিক তিনি ওই স্থানে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের এফ জি সুব্রতের কাছে বানরটিকে হস্তান্ত করা হয়।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.