আন্তর্জাতিক ডেস্ক //
মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে চার হাজার ৬৩৯ জন। খবর আল জাজিরার।
এছাড়া প্রায় শতাধিক মানুষ এখনো নিখোঁজ। মঙ্গলবার মিয়ানমারের জান্তা প্রশাসন এ তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে ইয়াঙ্গুনের জার্মান দূতাবাসের সহকারী প্রধান বিয়াঙ্কা ড্রোগশ জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে জানান, মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তিনি বলেন, ‘কেবলমাত্র মান্দালয়তেই মৃতের সংখ্যা দশ হাজার থেকে এক লক্ষ হতে পারে বলে মনে করা হচ্ছে।’
দেশ-বিদেশ থেকে দল এসে উদ্ধারকার্য চালাচ্ছে। ধ্বংসস্তূপের তলা থেকে খুঁজে বের করা হচ্ছে জীবিতদের।
এই ভূমিকম্পে মান্দালয়ের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিডো। মান্দালয় থেকে ২৭০ কিমি দূরে অবস্থিত এই অঞ্চলটি ভূমিকম্পের কেন্দ্র থেকে খুব কাছে। স্থানীয় দমকল বাহিনী এদিন ভূমিকম্পের প্রায় ৯১ ঘণ্টা পরে ধ্বংসস্তূপের মধ্যে থেকে ৬৩ বছরের এক নারীকে জীবিত উদ্ধার করে। ঘটনার ৭২ ঘণ্টা পর থেকে ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ উদ্ধার করার সম্ভবনা অনেক কমে যায়।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.