• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী আটক

admin
প্রকাশিত ০২ এপ্রিল, বুধবার, ২০২৫ ২২:৫১:৩২
সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী আটক

স্টাফ রির্পোটার, সিলেট //


সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করায় চার জনকে আটক করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে আটকের চেষ্টা করছে পুলিশ।

বুধবার (২ মার্চ) সকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা একটি ব্যানারে সাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি সম্বলিত ও তাঁর নামে স্লোগান দেয়। পরে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া ১৫/২০ জন দলের এই মিছিলটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, এসএমপি পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন তাদের শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত ব্যক্ত করুন।