স্টাফ রির্পোটার, সিলেট //
চার বন্ধু মিলে টিকটক ভিডিও করছিলেন। এসময় অসাবধানতাবশতঃ এক বন্ধু দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটে আজ বুধবার দক্ষিণ সুরমা এলাকার ধরাধরপুর গ্রামে।
নিহত ব্যাক্তি হলেন- উপজেলার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে সাকিব (১৮)। সে ধরাধরপুর এলাকার ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করে আসছিল।
জানা গেছে, বুধবার সাকিবসহ তাঁর আরও তিন বন্ধু মিলে দোতলা ভবনের ছাদে টিকটক ভিডিও করতে ওঠে। এসময় অসাবধানতাবশতঃ সাকিব দোতলা থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা মারফত আলী। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.